কোডিং ইন্টারভিও ক্র্যাক করার জন্য লিটকোডে হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম । কিন্তু লিটকোডে হাজার হাজার প্রবলেম আছে, সব প্রবলেম তো সল্ভ করা পসিবল না , এমন কি দরকার ও নেই । বরঞ্চ আপনার কাজ হচ্ছে প্রবলেম সল্ভিং এর প্যাটার্নগুলো মাথায় রাখা এবং কখন কোন প্যাটার্ন ব্যবহার করা সেটা বুঝা । কিছু কিছু কমন প্যাটার্ন আছে যেগুলো থেকে ইন্টারভিও তে প্রচুর প্রশ্ন আসে । ডাটা স্ট্রাকচার , এলগরিদম শিখার পর এই ১৬ টা প্যাটার্ন এবং এই রিলেটেড লিটকোড প্রবলেমগুলোর সলিউশন করে ফেলবেন । তাহলে বেশিরভাগ ইন্টারভিউ তে উতরে যেতে পারবেন । ১. স্লাইডিং উইন্ডো প্যাটার্ন এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত একটি সাবসেটের ডেটা ট্র্যাক করতে ব্যবহৃত হয়, সাধারণত অ্যারে বা স্ট্রিং এর ক্ষেত্রে। ২. টু পয়েন্টার প্যাটার্ন এই প্যাটার্নে দুটি পয়েন্টার অ্যারের ভিন্ন প্রান্ত থেকে একত্রে কাজ করে একটি সমাধানের দিকে এগিয়ে যায়। ৩. ফাস্ট & স্লো পয়েন্টার প্যাটার্ন দুটি পয়েন্টার ভিন্ন গতিতে চলে এবং সিকোয়েন্সের মধ্যে সাইকেল শনাক্ত করতে সহায়তা করে। ৪. মার্জ ইন্টারভ্যাল প্যাটার্ন এই প্যাটার্নটি ওভারল্যাপিং ইন্টারভ্যালগুলিকে একত্রিত করতে ব...